ইজিফাই কি?

  • by



Explore Our Awesomeness

Easyfie.com এমন একটি ওয়েবসাইট, সেখানে আপনি আপনার ব্যবসার সব ধরণের পণ্য ক্রয় বিক্রয় করতে পারবেন। সাধারণত আপনার শহরে বা নিজের এলাকার লোকজনের কাছে আপনার পণ্য  অতি সহজে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে । Easyfie.com এই  Website এর মাধ্যমে আপনি আপনার পণ্য স্থানীয়ভাবে ক্রয়-বিক্রয় করতে পারবেন অতি সহজে। আপনাকে শুধুমাত্র আপনার সঠিক ঠিকানা প্রদান করে বিনামুল্যে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে।

কি ভাবছেন? লক্ষ লক্ষ টাকা ব্যবসায় ইনভেস্ট করে লাভের মুখ দেখছেন না সঠিক ক্রেতা খোঁজে পারছেন না আপনার পণ্য বা সেবা বিক্রয় করার জন্য কিংবা তার সঠিক নির্দেশনা পারছেন না, আপনার সব সমস্যার সমাধান নিয়ে এসেছে  Easyfie.com.

বর্তমান যুগে তথ্য প্রযুক্তির যুগ। আপনাকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সময়ের  পরিবর্তন সাথে সাথে ক্রেতাগণ প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। সহজভাষায় বলতে গেলে Easyfie.com  হচ্ছে Facebook এর মতো একটা প্রযুক্তি নির্ভর সোসাল মিডিয়া।
Easyfie.com আপনার পণ্য বা সেবা লোকাল মার্কেটে বিক্রয় জন্য অন্যতম প্লাটফর্ম। এটা লোকাল ক্রেতার কাছে আপনার পণ্য বা সেবা পৌঁছে, দেওয়ার জন্য সেরা সমাধান। এজন্য আপনাকে ৪টি ধাপ সম্পূর্ণ করতে হবে। ধাপসমূহ:-

            ১.         একাউন্ট তৈরি করতে হবে।

            ২.        প্রোফাইল সম্পূর্ণ করতে হবে।

            ৩.        আপনার বন্ধুদের আমন্ত্রণ জানাতে হবে।

            ৪.        এবং সর্বশেষ পোস্ট তৈরি করতে হবে।

বন্ধুরা চলুন তাহলে উপরোক্ত ৪টি ধাপ অনুসরণ করে আমরা খুবই সহজে আমাদের পণ্য বা সেবা লোকাল ক্রেতা কাছে পৌঁছেদিক।

ধাপ ১ : একাউন্ট তৈরি

প্রথমে আমরা আমাদের www.easyfie.com এই Link register এ Click করেন।

এরপর Username এর ঘরে আপনার Brand এর নামটি দেন। এক্ষেত্রে আপনি চাইলে আপনার নিজের নাম ও দিতে পারবেন, তবে, আপনি যেহেতু এখানে পণ্য বা সেবা বিক্রয় করার জন্য এসেছেন সেহেতু আপনার Brand এর নাম বা আপনার Shop এর নামটি প্রয়োগ করতে হবে।

E-mail Address দিন। (আপনার ব্যবসার জন্য সম্পূর্ণ  একটি নতুন বা আপনার Brand এর নামের Email খুলুন  । যদি আপনার Email একাউন্ট না থাকে সেক্ষেত্রে www.gmail.com প্রবেশ করে একটি নতুন Email খোলে ফেলুন। আমি এখানে Gmail Account খোলার জন্য Link দিয়েছি। আপনি চাইলে অন্যান্য যেমন: yahoo, Aol, Hotmail, outlook ইত্যাদি স্থানে Gmail Account খোলতে পারেন তবে, আমি সবসময় Suggest করবো Gmail Account.)

Password
Confirm Password (Password এর ক্ষেত্রে আমি Suggest করবো Small letter, symbol, number & capital Letter ব্যবহার করার জন্য) আপনার Gender সিলেক্ট করুন।
তারপর মার্ক করা যাওয়ায় ঠিক দিয়ে LET’S GO তে ক্লিক করুন।
Registration Successful! এ ধরনের Massage আসবে এবং আপনি আপনার Email Account এ প্রবেশ করে Confirm Email Address Click করুন।
তারপর আপনার ছবি বা আপনার Brand এর বা আপনার Shop এর Photo Upload করার জন্য Upload Your Photo বাটনে ক্লিক করেন।

তারপর Save & Continue বাটনে Click করুন।
তারপর নতুন একটি Dialogue Box আসবে সেখানে আপনার Frist Name, Last Name, Country & Birthday উল্লেখ করে Save & Continue বাটনে Click করেন।
Congratulation আপনি খুব সহজে Easyfie.com এ Registration করে ফেলেছেন।

ধাপ: ২ আর্কষণীয় প্রোফাইল তৈরি:

আগেই বলেছিলাম যুগটা প্রযুক্তির যুগ। সুতরাং, অনলাইনে নিজেকে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তত আপনার জন্য উত্তম। ধরুন আপনি একজন উদ্যোক্ত্যা হতে চান বা আপনি অনলাইনে নতুন কোন ব্যবসা পরিচালনা করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটি আর্কষনীয় করে তুলতে হবে।

যেহেতু আপনি অনলাইনে নিজেকে সফল উদ্যোক্ত্যা করে তুলতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটি আর্কষনীয় করে তুলতে হবে। আর আপনাকে এই ধরনের সুযোগ করে দিচ্ছে অনলাইনের সবচেয়ে নির্ভরযোগ্য প্লাটর্ফম Easyfie.com আপনি Easyfie.com এ আপনার প্রোফাইলটি অতি সহজে আর্কষণীয় করে তুলতে পারেন। সেজন্য আপনাকে কিছু দিক নির্দেশনা বা আপনার নিজের কিছু তথ্য প্রদান করতে হবে। Easyfie.com এ Login করার পর আপনি বাম সাইডে My Profile এ Click করুন।

তারপর একটি সম্পূর্ণ নতুন Window open হবে।
প্রথমে আপনি Add your Profile Picture  Click করে আপনার  Professional একটি Picture নির্বাচন করে Upload করুন।
তারপর আপনি একদাম উপরে একটি ক্যামেরার আইকন রয়েছে। ক্যামেরার আইকন এ Click করে আপনার Cover Photo আপলোড করুন।
Add your Workplace G Click Kiæb ।
Profile setting নামে একটা নতুন Page আসবে সেখানে আপনি আপনার  First Name – আপনার নামের প্রথম অংশ লিখবেন।

Last Name      -আপনার নামের শেষ আংশ লিখবেন।

About Me                    –           আপনার নিজের সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য লিখবেন।

Location                      –           আপনার এলাকার নাম লিখবেন।

School                         –           আপনার শিক্ষাগত যোগ্যতা।খবেন।

Working at                  –           আপনার বর্তমান কর্মক্ষেত্রে নাম লিখবেন।

Website                       –           যদি থাকে

Relationship               –           আপনি যদি বিবাহিত হন তাহলে Married আর না হলে Unmarried Select করুন।

ইত্যাদি তথ্য দিয়ে উক্ত কাজটি সম্পূর্ণ করুন এবং Save বাটনে ক্লিক করুন।

ZvQvov Easyfie.com এ থাকছে আরোও কিছু Features যেগুলো আপনার প্রোফাইলকে আকর্ষনীয় করে গড়ে তুলতে সাহায্য করবে। Feature

যখন আপনি আপনার প্রোফাইলে যাবেন আপনার প্রোফাইল ফটোর ঠিক নিচে দেখবেন একটি খুবই সুন্দর

Menu Bar কিছু Features দিয়ে সাজানো হয়েছে, যেমন-Timeline-   Timeline

সম্পর্কে বলার কিছুই নাই, তবে এককথায় বললে বলতে হয় আপনি যা কিছু Post করবেন সবই এখানে Show করবে।

Favorite- এটা একটা মারত্বক একটা Function. আপনি যাদের Follow করবেন তাদের List এখানে Show করবে। এতে করে আপনি Favorite Person এর Post easily দেখতে পারবেন।

Followers-      Function টি হচ্ছে আপনাকে যারা Follow করবে তাদের List.

Portfolio         –           Portfolio এখানে আপনি আপনার সকল কাজের বিবরণ দিয়ে Portfolio তৈরি করতে পারবেন।

ধাপ-৩: “আপনার বন্ধুকে আমন্ত্রণ জানান

আমরা সবসময় একটা কথা বলে থাকি। কথাটা অপ্রিয় হলেও সত্য কথা- “প্রচারে প্রসার” ধরে নিন আপনি একজন উদ্যোক্তা বা আপনার একটা নিজস্ব অনলাইন ব্যবসা রয়েছে সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যবসার পদসমূহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রচার করতে হবে। প্রথমে আপনাকে আপনার ব্যবসা বা ব্যবসার পণ্য সম্পর্কে আপনার বন্ধু বা আত্মীয়স্বজনকে জানাতে হবে। Easyfie.com এর মাধ্যমে আপনি অতি সহজে অল্প সময়ে আপনার বন্ধুদের আপনার ব্যবসা সম্পর্কে জানাতে পারবেন।

আপনি যখন Easyfie.com Login করবেন তখন একদম উপরে Invite Your Friends নামে একটা ঢায়লগ বক্স আছে। এখানে আপনি তিনটি বড় বড় সোসাল মিডিয়ার লোগো দেখবেন, এই লোগোতে ক্লিক করে আপনি আপনার Friends ‡K Easyfie.com এ লোগেতে ক্লিক করে আপনি আপনার  Friends কে Easyfie.com এ Invite করতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন আমি Invite করবো? অথবা, প্রশ্ন আসতে পারে এতে আমার লাভ কি? অথবা, আসতে পারে এটা তো Easyfie.com এর লাভ আমার কোন লাভ নাই?

প্রশ্ন আসা ভাল বা স্বাভাবিক।  যেহেতু আপনি একজন উদ্যোক্তা বা একজন অনলাইন বিজন্সে করে থাকেন সেহেতু আপনাকে আপনার বিজনেন্স সম্পর্কে সর্বপ্রথম আপনারFriends কে জানাতে হবে। সুতরাং আপনারFriends  কে Invite এর মাধ্যমে আপনি জানাতে পারেন। এতে আপনার লাভ হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে  আপনারFriends জানলো। আপনার Friends যদি আপনার বিজনেস পছন্দ করে তাহলে যে আপনাকে Help করবে অথবা তার অন্যান্যFriends কে জানাবে। এতে করে আপনার বিজনেস প্রসারিত হবে খুবই অল্প সময়ে। এতে Easyfie.com এর চেয়ে আপনার লাভই বেশি। কারণ হচ্ছে সবাই আপনার বিজনেসকে জানবে আপনার পণ্য সম্পর্কে  জানতে, আপনার পণ্য বিক্রয় হবে, আপনি লাভবান হবেন অপরদিকে Easyfie.com  হচ্ছে  One Kind of Social Media সুতরাং, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।

ধাপ:৪ “পোস্ট Ready করা

সাধারণত আমরা বিভিন্ন ধরনের Website বা Social Media তে Post করে থাকি। তবে Easyfie.com সম্পূর্ণ ভিন্ন অন্যান্য Website বা Social Media Platform থেকে। এখানে আমরা Easyfie.com কে মূলত অনলাইন ব্যবসায়ী বা উদ্যোক্তাদেরকে কথা মাথায় রেখে তৈরি করেছি। এই প্লাটর্ফমটা আপনাকে অনলাইন বিজনেসের ক্ষেত্রে অন্য এক লেভেলে নিয়ে যাবে তা আপনি কল্পনায় করতে পারবেন না।

সেহেতু আপনার মূল টারর্গেট হচ্ছে অনলাইন বিজনেস বা সফল উদ্যোক্তা হবার সেহেতু Easyfie.com nহবে আপনার জন্য একমাত্র সহায়ক অনলাইন প্লার্টফম।

আগেই বলেছিলাম Easyfie.com হচ্ছে আপনার বিজনেসকে Promote করার অন্যতম প্লাটফর্ম। আমরাই সর্বপ্রথম নিয়ে এসেছি আপনার জন্য লোকাল বিজনেসের প্লাটর্ফম। এখানে আপনার পণ্য Promote করার জন্য বেশ কিছু Function দেওয়া আছে। আপনি Function গুলো ব্যবহার করে আপনার ব্যবসাকে সম্প্রসারিত করতে পারবেন। প্রথমে আপনি যখন পোস্ট করতে যাবেন তখন আপনি আপনার পোস্টটি কি ধরনের করবেন তা নির্বাচন করতে হবে। ধরে নিন আপনি একটি পণ্য সম্পর্কে আপনার কাস্টমারদের জানাবেন সুতরাং আপনি প্রথমে Post Function এ ক্লিক করুন।

তারপর আপনি Product এ ক্লিক করুন।
তখন, Sell new Product নামে একটি ডয়ালগ বক্স আসবে তা সম্পূর্ণ পূরণ করুন এবং Publish বাটনে ক্লিক করুন।

Name: এখানে আপনার Product এর নাম লিখুন ।
Price: আপনার Product এর দাম লিখুন।
Category: এখানে আপনার Product অনুযায়ী Category সিলেক্ট করুন।
Type: এখানে আপনার Product টি নতুন হলে New অন্যথায় Used এ সিলেক্ট করুন।
Location: এখানে আপনার বিজনেস এর Location দেন।
Currency: এখানে আপনি কোন Currency তে আপনার Product বিক্রয় করবেন তা সিলেক্ট করুন।
Add Affiliate link: যদি আপনি এসিলিয়েট বিজনেস করে থাকেন সেক্ষেত্রে এফিলিয়েট লিংকটি দিতে পারবেন।
Description: এখানে আপনার পণ্যে সম্পর্কে আপনি সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
Photo: এখানে আপনি আপনার পণ্যের আর্কষনীয় ছবি আপলোড করবেন।
আশাকরি এর চেয়ে সহজ মাধ্যমে পণ্যের মাকেটিং এর কোন প্লাটফর্ম আছে কি না আমার জানা নাই। এভাবে আপনি আপনার সকল পণ্য অতি সহজে পোস্ট করে দিতে পারবেন।

কেন আপনি Easyfie.com ব্যবহার করবেন

আমার জানা মতে, আপনার লোকাল বিজনেসের জন্য Easyfie.com মত এমন কোন প্লাটফর্ম নাই। Easyfie.com   এর মাধ্যমে আপনি খুবই সহজে আপনার বিজনেস পরিচালনা করতে পারবেন। এখন প্রশ্ন হল কেন আপনি Easyfie.com ব্যবহার করবেন।

আপনি যখন আপনার পণ্যটি পোস্ট করবেন তখন আপনাকে আপনার পণ্যের বিবরণ দিতে হয়, পণ্যের বিবরণ দেওয়ার সময় আপনি যখন আপনার লোকেশন সিলেক্ট করবেন আপনার ঐ লোকশনে যে সব কাস্টমার বা Friends থাকবে তাদের কাছে নোটিপিকেশন চলে যাবে। এতে করে তারা আপনার পণ্য সম্পর্কে জানতে পারবে।
উদাহরনস্বরুপ: ধরে নিলাম আপনার প্রতিষ্টানটি চট্টগ্রামের চকবাজারে অবস্থিত। যখন আপনি কোনো পোষ্ট দিবেন তখন আপনার ঐ পোষ্টে লোকেশন চট্টগ্রামের চকবাজার দিলেন। তখন চট্টগ্রামের চকবাজারে আপনার যে সকল Friends বা কাস্টমার আপনার সাথে কান্টেক আছে সবাই আপনার পণ্য সর্ম্পকে জানতে পারবে।

OFFER


আপনি চাইলে আপনার বিজনেসকে প্রসারিত করার জন্য বিভিন্ন ধরনের OFFER দিতে পারবেন। যেমন: বছরের ১ম দিন, ভালবাসা দিবসে, ঈদে, পহেলা বৈশাখে এ ধরনের বিভিন্ন ঐতিহাসিক দিনে আপনি বিভিন্ন ধরনের OFFER দিয়ে পোস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে OFFER ক্লিক করতে হবে।ক্লিক করার পর একটি নতুন ডায়লগ আসবে সেটা পরিপূর্ণ করে Publish  বাটনে ক্লিক করুন।

Name: এখানে আপনার Product এর নাম লিখুন ।
Price: আপনার Product এর দাম লিখুন।
Currency: এখানে আপনি কোন Currency তে আপনার Product বিক্রয় করবেন তা সিলেক্ট করুন।
Category: এখন থেকে আপনার Product অনুযায়ী Category সিলেক্ট করুন।
Type: এখানে আপনার Product টি কি ধরনের দিবেন তা Discount OFFER হলে  Discount অথবা  Cash Back OFFER হলে  Cash Back অন্যথায়  Free Shipping এ সিলেক্ট করুন।
Location: এখানে আপনার বিজনেস এর Location দেন।
Where can people redeem this? এখানে আপনার Product wU Avcbvi †÷vi †_‡K wb‡j In-store অন্যথায় Online সিলেক্ট করুন।
Discount: এখানে আপনার Product টি কত % Discount OFFER অথবা Cash Back OFFER অন্যথায় Free Shipping দিবেন তা উল্লেখ করুন।
Description: এখানে আপনার পণ্যে সম্পর্কে আপনি সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
Expire Date: এখানে আপনার Product টি কত সময়ের জন্য Discount OFFER অথবা Cash Back OFFER অন্যথায় Free Shipping দিবেন তা উল্লেখ করুন।
Photo: এখানে আপনি আপনার পণ্যের আর্কষনীয় ছবি আফলোড করবেন।

Shout

আপনি চাইলে আপনার Shout করতে পারবেন। এখানে Shout
যেমন  Shout ব্যবহার করে আপনার প্রতিষ্টানের জন্য র্কমী নিয়োগ করতে পারবেন।

Service 

ধরে নিলাম আপনি একজন ওয়েব ডেপলার। আপনি কোন প্রডোক্ট বিক্রি করবেন না। আপনি Service বিক্রয় করবেন সে ক্ষেত্রে আপনি আমাদের Service Function টি ব্যবহার করতে পারেন।

ধরে নিলাম, আপনার একটি কম্পিউটার সার্ভিসিং এর দোকান আছে। আপনি কম্পিউটার সম্পর্কিত সব ধরনের সেবা আপনি প্রদান কওে থাকেন। আপনি এখন আপনার বিজনেসকে সম্প্রসারিত করতে চান সেক্ষেত্রে আপনাকেService বাটনে ক্লিক করতে হবে।

Name: এখানে আপনার Service এর নাম লিখুন ।
Price: আপনার Service এর দাম লিখুন।
Category: এখন থেকে আপনার Service অনুযায়ী Category সিলেক্ট করুন।
Location: এখানে আপনার বিজনেস এর Location দেন।
Currency: এখানে আপনি কোন Currency তে আপনার Service বিক্রয় করবেন তা সিলেক্ট করুন।
Add Service link: যদি আপনি affiliate Service বিজনেস করে থাকেন সেক্ষেত্রে Service লিংকটি দিতে পারবেন।
Description: এখানে আপনার পণ্যে সম্পর্কে আপনি সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
Photo: এখানে আপনি আপনার পণ্যের আর্কষনীয় ছবি আফলোড করবেন।
ক্লিক করার পর একটি নতুন ডায়লগ আসবে সেটা পরিপূর্ণ করে Publish বাটনে ক্লিক করুন।

 Blog 

আপনি কি জানেন এখন অনেক ফ্রিলেনসার হাজার হাজার ডলার ইনকাম করছে শুধুমাত্র Blog লিখে। তাই আমরাও এখানে Blog লেখার অংশটি রেখেছি। আপনি খুবই সহজে এবং সুন্দর ভাবে আপনার পন্যের সর্ম্পকে Blog লিখতে পারবেন এতে করে আপনি প্রচুর পরিমাণে কাস্টমার আপনার Blog পড়বে এবং আপনার পন্যটি ক্রয় করবে।

আপনি Blog Function এ ক্লিক করলে নতুন ডয়ালগ বক্স Open হবে সেহেতু আপনি আপনার পন্যের বর্ণনা দিয়ে  Blog তৈরি করে Publish বাটনে ক্লিক করুন।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।