সচরাচর জিজ্ঞাস্য

  • by

Your E-Commerce Site
SAVE YOUR TIME, GROW YOUR CUSTOMERS
BE CONNECTED WITH CUSTOMERS
WITH EASYFIE
AND MAKE DIGITAL BANGLADESH
☎ 017158162718

আপনি কি জানেন?

Do you know you are losing your customers because of your e-commerce site? You have to ensure first your product’s price, order process and product details. For that you need an e-commerce site.
আপনার অনেক বিশ্বস্ত গ্রাহক তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছে, আপনার কাস্টমার ম্যানেজমেন্ট সিস্টেম না থাকায়।
আপনার গ্রাহকদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, আপনার অর্ডার এবং ডেলিভারি ম্যানেজমেন্ট সিস্টেম না থাকায়।
আপনার ব্র্যান্ড, আইডেন্টিটি হারাচ্ছে (ফেইসবুকে যে কেউ আপনার Business page clone করে কাস্টমার দের ধোঁকা দিতে পারে?) আপনি বরং ফেইসবুককে মার্কেটিং প্লাটফর্ম হিসেবেই দেখুন।
আপনি তত বেশি গ্রাহক হারাবেন, যত দেরী করে মার্কেটে নামবেন।
START NOW

১. প্রোডাক্টগুলো গ্রাহকদের সামনে উপস্থাপন করুন
আপনার প্রতি আপনার গ্রাহকদের আস্থা সাথে সাথে ১০০ গুন বেড়ে যাবে যখন তারা দেখবে, আপনার নিজস্ব ইকমার্সের মাধ্যমে তারা অর্ডার করতে পারছে।
সার্চ অপশন ব্যবহার করে গ্রাহকরা কাঙ্ক্ষিত পণ্য সার্চ করতে পারবে।
প্রয়োজন অনুযায়ী গ্রাহকরা পরিমাণ নির্ধারন করতে পারবে, যা শপিং কার্টে যোগ হতে থাকবে।
পূর্বে অর্ডার কৃত পণ্য গুলো হালনাগাদ করতে পারবে।
গ্রাহক তার পছন্দের পন্য গুলো wish list এ সংরক্ষণ করতে পারবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনার গ্রাহকদের জন্য পণ্য রেকুমেন্ড করবে, যা আপনার বিক্রি বাড়াবে।
আপনার সবচেয়ে বেশি বিক্রিত পণ্য গুলো ট্রেন্ডিং পেইজে দেখাবে।

২. গ্রাহকদের অর্ডার কালেক্ট করুন
গ্রাহকরা তাদের পছন্দের পণ্য নির্ধারন করার পর তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে পারবে। এতে করে স্বয়ংক্রিয়ভাবে অর্ডার আপনার কাছে পৌঁছে যাবে। আপনার বারবার ম্যাসেঞ্জারের মাধ্যমে গ্রাহকদের অর্ডার নেয়া লাগবে না।

৩. অ্যাডমিন প্যানেল থেকে অর্ডার দেখুন
আপনার দৈনন্দিন কতগুলো অর্ডার এসেছে, কোন কোন তারিখে কতোটি অর্ডার এসেছে এবং কোন কোন অর্ডার এখন কোন কোন স্ট্যাটাসে আছে, তা এক নজরেই জানুন।
ড্যাশবোর্ড থেকে ১ নজর চোখ বুলিয়েই জানুন, আপনার কোন অর্ডারগুলো এখনও Unfullfilled কিংবা কোন অর্ডারগুলো Canceled কিংবা Fullfilled
অর্ডারের স্ট্যাটাস জানার জন্য গ্রাহকদের বারবার আপনাকে ফোন করা লাগবে না বা ম্যাসেঞ্জারে ম্যাসেজ করা লাগবে না। গ্রাহক তার প্যানেলেই অর্ডারের স্ট্যাটাস দেখতে পারবে।
গ্রাহক অর্ডার সংক্রান্ত যেকোন বিষয়, আপনার সাথে রিয়েল টাইম চ্যাট করতে পারবে।

৪. গ্রাহকদের অর্ডার খুঁজুন
আপনার যখন অসংখ্য অর্ডার আসবে তখন বিশেষ কোন অর্ডার বের করা অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে পড়বে। আমাদের স্মার্ট ফিল্টার সিস্টেম ব্যবহার করে খুব সহজেই আপনি কোন বিশেষ দিনের, সময়ের বা স্ট্যাটাসের অর্ডার বের করতে পারবেন।

রিয়েল টাইম চ্যাটিং, এডসেন্স, Great SEO, Social Media ও ইমেইল মার্কেটিং

আপনি আপনার পছন্দের অ্যাপ ও টুলস যেমন Google Analytics, Stripe, Twitter, messenger ইত্যাদি যোগ করতে পারবেন।
আপনি আপনার চাহিদা অনুযায়ী, ইকমার্সের header এবং footer এ বিভিন্ন scripts এবং style যোগ করতে পারবেন।

  • No Commission Fee.
  • Unlimited Hosting
  • Unlimited Databases
  • Unlimited Bandwidth
  • Load balancer
  • Custom Domain
  • Android Apps
  • Marketing *
  • SSL Certificate
  • Business Intelligence
  • Super admin & staff member permission
  • Realtime built-in chat
  • Gift, coupon & affiliate program
  • Blogging
  • Service listing
  • Job post
  • Offer post
  • Business and service profile

যেভাবে আপনার ইকমার্স সাইট তৈরি করবেন

Login to easyfie.com > easyfie.com/setting/custom-store > Setup your web
easyfie .com প্লাটফর্ম এ ইকমার্স সাইট তৈরি করা খুবই সহজ, যা আপনি 5 মিনিটের মধ্যেই সম্পন্ন করতে পারবেন।
প্রথমে https://www.easyfie.com/register এই লিংক থেকে আপনার easyfie .com একাউন্ট তৈরী করুন।
Name: আপনার নাম
Email : আপনার Email
Profession : আপনার Profession সিলেক্ট করুন।
পাসওয়ার্ড হিসেবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
একাউন্ট তৈরী হয়ে গেলে, https://www.easyfie.com/setting/ এই লিংকে এ ক্লিক করে ইকমার্স সাইট তৈরি করুন।
আপনার ইকমার্স সাইট এর Home Page Title . logo, Favicon Icon ( browser icon) banner image
Domain: অংশে হবে আপনার ইকমার্স সাইট এর domain address. (example: your company name )
ইকমার্স সাইট তৈরি হয়ে গেলে, আপনার পণ্য যোগ করতে, আপনার easyfie .com ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে কাষ্টম ষ্টোর এ প্রবেশ করুন ।

কাষ্টম ষ্টোর থেকে আপনি আপনার ইকমার্স সাইট এর যাবতীয় কাজ করতে পারবেন।
আপনার গ্রাহকদের কাছে, আপনার তৈরী করা ইকমার্স সাইট টি পৌঁছে দিন এবং অর্ডার গ্রহণ করুন।
কোন রকম সমস্যা হলে, অবশ্যই আমাদের নক করুন।

সচরাচর জিজ্ঞাস্য
আমাদেরকে কল করার আগে অনুগ্রহ করে সব কিছু ভালো করে পড়ে নিবেন। এতে আপনার অনেক সাশ্রয় হবে, ধন্যবাদ।

ইতিমধ্যে ডেভেলপারকে অ্যাপ তৈরির কাজ দিয়ে দিয়েছি। তাহলে?


বিনা দ্বিধায়, আমাদের সিস্টেম ব্যবহার করা শুরু করুন। কারণ আপনি ভাবছেন হয়তো ডেভেলপারের কাজ ১-২ সপ্তাহেই শেষ হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে ১-২ সপ্তাহ পরে দেখবেন সময় আরও বেশি লাগবে। সাথে প্রয়োজন হবে নানা প্রকার কাষ্টমাইজেশন আপনি যতো সময় নষ্ট করবেন আপনার জন্য ততো ক্ষতি।

কাস্টোমার প্যানেলটি কি রকম থাকবে ?

আমাদের প্লাটফর্মটি তৈরি করা হয়েছে সব চেয়ে সহজভাবে আপনাকে কোন প্রকার ট্যেকনিক্যাল জ্ঞান ছারাই ইকমার্স ওয়েব সাইট রক্ষানাবেক্ষন করতে পারবেন । আপনি আপনার লোগো এবং ব্র্যান্ডিং ব্যবহার করতে পারবেন।

আচ্ছা আমার নিজস্ব কিছু বিশেষ ধরণের রিপোর্টিং করা দরকার। সে ব্যপারে আপনারা সহযোগিতা করবেন?


হ্যাঁ আমাদের ট্যেকনিক্যাল টিম আপনার কাষ্টম ডিজাইন বা অন্য কোন যে কোন সহযোগিতা জন্য সর্বাত্মক সহযোগিতা করবে ।
সিস্টেমে কোন ত্রুটি বা সমস্যা থাকলে ?
সচরাচর কোন সমস্যা হয় না। তবে হয়ে থাকলে আমাদের টেকনিক্যাল টীম সেটার সমাধান করে দিবে।

ডোমেইন কি এই প্যাকেজের সাথে ?


জী হ্যাঁ । আমরা সাধারণত .Com ডোমেইন প্যাকেজ এর সাথে ফ্রি দিয়ে থাকি। তবে আপনার যদি অন্য এক্সটেনশন (.net .Org .bd .xyz etc…) প্রয়োজন পড়ে আমরা অবশ্যই সহযোগিতা করব ।
তবে আপনার পূর্ববর্তী ক্রয় কৃত নিজস্ব ডোমেইন যদি থাকে, তবে আপনার ডোমেইনে আমরা স্টোর / ওয়েবসাইট ইনেষ্টল করে দিব।

হোষ্টটিং কি এই প্যাকেজের সাথে ?


জী হ্যাঁ হোষ্টটিং টি প্যাকেজের সাথেই রয়েছে আমরা lite speed SSD হোষ্টটিং সুবিধা প্রদান করছি।
তবে আমাদের হোষ্টটিং অন্যদের থেকে সম্পূর্ন ভিন্ন। আমাদের ওয়েবসাটে কোন প্রকার হোষ্ট ম্যানেজমেনট এর প্রয়োজন পরে না। আমরা আপনার মাকেটপ্লেস কে আপনার ডোমেইনে ইকমার্স সাইটে কনর্ভাট করি। আমরা মূলত পোষ্ট কাউন্ট করে আপনার হোস্টটিং সাইজ নির্ধারন করি যাতে আপনার সাইটে সুপারফাষ্ট ব্রাউসিং এক্সপেরিয়েন্স দেয়া যায়। সাথে থাকছে আনলিমিটেড ব্যান্ডউইথ

আমি যদি আপনাদের মাধ্যমে ডোমেইন ক্রয় করতে চাই তাহলে ?


আমাদের প্যাকেজের সাথেই আপনি আপনার পছন্দের .Com ডোমেইন ফ্রিতে পেতে পারেন।
এছাড়া আপনি চাইলে নিয়মিত চার্জের বিনিময়ে আপনার জন্য ডোমেইন ক্রয় করে দিতে পারবো। এবং বিনামূল্যে এসএসএল সার্টিফিকেট ও দিব।


সিস্টেমে প্রোডাক্টগুলো কি আপনারা অ্যাড করবেন নাকি আমাদের করতে হবে?


আপনি যদি আমাদের প্রিমিয়াম প্যাকেজ এর গ্রাহক হয়ে থাকেন আমরা ফটোগ্রাফ ও পোষ্ট করতে সহায়তা দিয়ে থাকি।
সাধারণত আপনাকে প্লাটফর্মটি দিব এবং আপনি প্লাটফর্ম ব্যবহার করে আপনার ব্যবসা পরিচালনা করবেন। এক্ষেত্রে আপনার প্রোডাক্ট আপনার নিজেরই অ্যাড করতে হবে। কাজেই এটি সম্পূর্ন আপনার উপর আপনি কোন কোন প্রোডাক্ট অ্যাড করবেন।


আমার আরও কিছু প্রশ্ন ছিল

আপনার যদি আরও প্রশ্ন থাকে, তাহলে সরাসরি আমাদের পেইজে যোগাযোগ করতে এখানে https://www.facebook.com/easyfie ক্লিক করুন। অথবা যোগাযোগ করুন: 01715162718

পরিশিষ্টঃ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।